এসো আমরা ইংলিশ শিখি

নিজের বাড়ীতে বসে বা কোলকাতার গড়িয়াতে আমার বাড়িতে এসে তিন পৃষ্ঠার অভিনব মডেল

( যার দ্বারা যেকোন বাংলা বাক্যকে ইংলিশে অনুবাদ করা যায় ) তার মাধ্যমে সহজতম পদ্ধতিতে একা বা ২/৩ জনের ব্যাচে 24 বছরের অভিজ্ঞ শিক্ষকের কাছে ইংলিশ বলতে, লিখতে, পড়ে বুঝতে এবং বাংলা থেকে আক্ষরিক অনুবাদ করতে ও প্রয়োজনে ইংলিশে ইন্টারভিউ দিতে শেখার কোর্সঃ

এসো আমরা

ইংলিশ শিখি

SINCE 2001

এসো আমরা

ইংলিশ শিখি

24 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক


শ্রী সুমন্ত ভট্টাচার্য্য,

এম বি এ, ন্যাশানাল স্কলার,

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র

মোবাইল

9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

কারা এই কোর্সে যোগদান করতে পারে

  • কলেজ / বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রী

  • সরকারী / বেসরকারী কাজের চাকুরীপ্রার্থী

  • প্রফেশনাল কোর্স পাঠরত ছাত্রছাত্রী

  • সরকারী / বেসরকারী চাকুরীজীবি

  • যেকোন পেশাদার ব্যক্তি বা ব্যবসায়ী

  • ১৮+ যেকোন প্রকৃত উৎসাহী ছাত্রছাত্রী

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

আমার পড়ানোর পদ্ধতি

ONLINE / OFFLINE

আমার 24 বছরের শিক্ষকতা জীবনের প্রথম ৮ বছরের চেষ্টায় আমি মাত্র তিন পৃষ্ঠায় ইংলিশ গ্রামারের এমন এক অভিনব পদ্ধতি তৈরি করেছি, যার দ্বারা সহজ থেকে জটিল যেকোন বাংলা বাক্যকে ইংলিশ বাক্যে অনুবাদ করা যায়। এমন কোন বাংলা বাক্য তৈরি করা সম্ভব নয়, যা আমার এই অভিনব পদ্ধতি অনুসরণ করে ইংলিশে অনুবাদ করা যায় না।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

প্রথমেই আমি ছাত্রছাত্রীদের এই তিন পৃষ্ঠার অভিনব পদ্ধতিতে ইংলিশ গ্রামার শিখিয়ে ইংলিশ ভাষায় ভাল ভিত্তি তৈরি করি। ফলে এই বিশেষ পদ্ধতি অনুসরণ করে ছাত্রছাত্রীরা প্রথম থেকেই যেকোন সহজ বা কঠিন বাংলা বাক্যকে ইংলিশ ভাষায় অনুবাদ করতে পারদর্শী হয়।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

এর পর সহজ থেকে শুরু করে কঠিন বাংলা অনুচ্ছেদ আমার সামনে ছাত্রছাত্রীদের অনুবাদ করাই। এই সময় ছাত্রছাত্রীদের যাবতীয় ভূল আমি ওই তিন পাতার অভিনব গ্রামার নোটের থেকে প্রতিটি বাক্যকে ব্যাখ্যা করে সংশোধন করে দিই। ফলে WBCS সহ যেকোন পরীক্ষায় আমার ছাত্রছাত্রীরা সহজেই জটিল অনুচ্ছেদ বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে পারে।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

অনুবাদ শেখানোর পর আমি ছাত্রছাত্রীদের লেখা তাদের সামনে সংশোধন করি। এই সময় ছাত্রছাত্রীদের যাবতীয় ভূল আমি ওই তিন পাতার অভিনব গ্রামার নোটের থেকে প্রতিটি বাক্যকে ব্যাখ্যা করে সংশোধন করে দিই। ফলে WBCS সহ যেকোন পরীক্ষায় আমার ছাত্ররা সহজেই সঠিক ইংলিশে ভাল ভাবে সম্পূর্ণ নিজের ভাষায় লিখতে পারে।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

ইংলিশ ভাষা খবরের কাগজ বা ম্যাগাজিনে যেভাবে কঠিন ভাষায় লেখা হয়, তা যাতে আমার ছাত্রছাত্রীরা সহজেই লিখতে পারে তার জন্য আমি ২০১৭ সালে একটি ৫ রুলের বিশেষ পদ্ধতি তৈরি করেছি। এই বিশেষ পদ্ধতিতে আমার ছাত্রছাত্রীরা সহজেই ইংলিশ ভাষা খবরের কাগজ বা ম্যাগাজিনে যেভাবে কঠিন ভাষায় লেখা হয়, অনুরূপ ভাবে স্বচ্ছন্দে নিজে থেকে লিখতে পারে।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

এর ফলে আমার ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রবন্ধ, চিঠি, প্রতিবেদন, সারসংক্ষেপ, কথোপকথন সহজেই সঠিক ইংলিশে ভাল ভাষা সহযোগে নির্ভূল ভাবে পরীক্ষার হলে বসে নিজে থেকে লিখতে পারে।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

আমার নিজস্ব তৈরি একটা পদ্ধতি আছে, যার দ্বারা ইংলিশ ভাষা থেকে আক্ষরিক ভাবে বাংলা ভাষায় অনুবাদ করা যায়। লেখা শেখার সাথে সাথে আমি ছাত্রছাত্রীদের সেটা শেখাই, যাতে তারা খবরের কাগজ বা অন্যান্য ইংলিশ বই পড়ে আক্ষরিক ভাবে বাংলায় তার অর্থ বুঝতে পারে। ফলে WBCS সহ যেকোন পরীক্ষায় আমার ছাত্রছাত্রীরা সহজেই জটিল অনুচ্ছেদ ইংলিশ থেকে বাংলায় আক্ষরিক অনুবাদ করতে পারে।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

এরপর আমি ছাত্রছাত্রীদের ইংলিশে কথা বলতে শেখাই। ছাত্রছাত্রীরা আমার সাথে তাদের পরিচিত বিভিন্ন বিষয় নিয়ে ইংলিশে কথা বলে। আমি প্রতিটি বাক্য মনোযোগ দিয়ে শুনে তাদের ব্যাকরণ ও শব্দ সমূহের প্রতিটি ভূল আমার ওই তিন পাতার অভিনব ইংলিশ গ্রামার নোট থেকে বুঝিয়ে সংশোধন করে দিই। ফলে তারা যখন ইংলিশ ভাষায় বলতে শিখে যায়, তখন তাদের কথায় কোন গ্রামার সংক্রান্ত ভূল থাকে না।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

নির্ভূল ভাবে কথা বলতে শেখানোর পরে আমি তাদের শেখাই কিভাবে গুছিয়ে, যুক্তিসঙ্গত ভাবে ভাল ভাষায় ইংলিশে কথা বলতে হয়। এটা তাদের সাহায্য করে গ্রুপ ডিস্কাশান ও ইন্টারভিউতে নিজের ব্ক্তব্যকে সুন্দর ভাবে গুছিয়ে তুলে ধরতে। এর ফলে আমার ছাত্রছাত্রীরা ইন্টারভিউ ও গ্রুপ ডিস্কাশানে ভাল ফল করতে পারে।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

ভাল ভাবে গুছিয়ে নির্ভূল ভাবে ইংলিশে কথা বলতে শেখার পর আমি বিভিন্ন সরকারী বা বেসরকারী চাকুরীর জন্য ইন্টারভিউতে যে সকল সম্ভাব্য প্রশ্ন করা হয়, সেগুলির যুক্তিসঙ্গত উত্তর এবং তার পরিপ্রেক্ষিতে আসা অন্যান্য প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীদের সামনে বাংলা ও ইংলিশ উভয় ভাষায় আলোচনা করে দিই। তার পর তাদের উত্তর গুলি তাদের দিয়ে পরের দিন বলিয়ে প্রয়োজনীয় সংশোধন করে দিই। প্রস্তুতি সম্পূর্ণ হলে আমি বাংলা ও ইংলিশ উভয় ভাষাতে মক ইন্টারভিউ নিই। এই ভাবে প্রস্তুতি নেওয়ার ফলে আমার ছাত্রছাত্রীরা সহজেই ইন্টারভিউতে ভাল ফল করতে পারে।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

আমার ক্লাসের অন্যান্য তথ্য

আমি ছাত্রছাত্রীদের একা বা দুইজনের বা তিনজনের ব্যাচে পড়াই। কোন ক্ষেত্রেই আমি তিনজনের বেশী ছাত্রছাত্রীকে এক ব্যাচে পড়াই না। আমি মনে করি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা যত কম হবে, তত তাদের ভাল ভাবে শেখান সম্ভব হবে। তাই আমার অধিকাংশ ছাত্র বা ছাত্রীরা আমার কাছে ব্যক্তিগত ভাবে টিউশান নেয়। দুই বা তিনজনের ব্যাচের ক্ষেত্রে আমি দ্বিতীয় বা তৃতীয় ছাত্রছাত্রীকে নিজে নির্বাচিত করি না। ছাত্রছাত্রীরা নিজেরা তাদের বন্ধুদের নিয়ে আসলে তবেই আমি দুই বা তিনজনের ব্যাচে পড়াই। অন্যথায় ছাত্রছাত্রীরা আমার কাছে ব্যাক্তিগত ভাবে টিউশান নেয়।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

আমি ছাত্রছাত্রীদের সপ্তাহে একদিন করে মাসে মোট চারদিন পড়াই। একার ক্লাস ৪৫ মিনিট ও ২/৩ জনের ব্যাচের ক্লাস ১ ঘন্টা সময় ধরে নেওয়া হয়। ওই সময়ে আমি যা পড়িয়ে দিই, তা প্রস্তুত করতে ছাত্রছাত্রীদের বাড়ীতে প্রতিদিন অন্ততঃ ৪৫ মিনিট করে ৭ দিনই পড়াশোনা করতে হয়। প্রতিদিন ক্লাসে আগের দিনের কোন প্রশ্ন থাকলে তা সমাধান করে, আগের দিনের ক্লাসের পড়া জিজ্ঞাসা করে, তবেই নতুন বিষয় শুরু করা হয়। এর ফলে ছাত্রছাত্রীরা তাদের অন্যান্য পড়াশোনা / কাজের সাথে সাথে ইংলিশ শিক্ষাতেও ধারাবাহিক ভাবে এগিয়ে চলে।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

ছাত্রছাত্রীদের সুবিধার্থে কোর্সের শুরুতেই সমস্ত স্টাডি মেটিরিয়াল ছাত্রছাত্রীদের ই-মেলের মাধ্যমে / WHATSAPP এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। ছাত্রছাত্রীরা সেটাকে প্রিন্ট করে স্পাইরাল বাইন্ডিং করে বইয়ের মত করে নেয়। যা কিছু ক্লাসে পড়ান হয়, সমস্ত কিছু এই মেটিরিয়ালের মধ্যে প্রচুর উদাহরণ সহ বিস্তারিত ভাবে আলোচনা করা আছে। ফলে পড়ানোর সময় বা বাড়িতে পড়ার সময় ছাত্রছাত্রীরা কোন অসুবিধা বোধ করে না।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

বিভিন্ন ছাত্রছাত্রীর বোঝার ক্ষমতা বিভিন্ন। সুতরাং পড়ানো শুরু করার আগে কখনোই বলা সম্ভব নয়, একজন ছাত্র / ছাত্রীর সম্পূর্ণ ভাবে তৈরি হতে কত সময় লাগবে। তাই আমি কোর্সের কোন নির্দিষ্ট সময় বেঁধে দিই না। বিভিন্ন ছাত্র / ছাত্রীর মেধা ও চেষ্টার উপর কোর্সের সময় নির্ভর করে। তবে মোটামুটি ভাবে ভাল করে শিখতে একজনের অন্তত এক বছর সময় লাগে। তাই আমার কোর্সে যোগদানের আগে, অন্তত একবছর সময় লাগবে শিখতে, এই মানসিকতা নিয়েই আসতে হবে।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

আমি সপ্তাহে সাতদিনই পড়াই। আমি সারাদিন বিভিন্ন সময়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াই। সুতরাং ছাত্রছাত্রীরা আমার ও তাদের সুবিধা অনুযায়ী সপ্তাহের একটি নির্দিষ্ট সময় কোর্সের শুরুতেই নির্দিষ্ট করে নিতে পারে। তবে প্রয়োজনে একমাস আগে আমার সাথে আলোচনা করে পরবর্তী মাসের জন্য আমার সময় খালি থাকলে ক্লাসের টাইমিং পরিবর্তন করতে পারে।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

আমার শিক্ষকতা জীবনের প্রথম

24 বছর


গত দুই দশক ধরে আমি আমার ছাত্রছাত্রীদের ENGLISH LEARNING COURSE এর ক্লাস করাচ্ছি। আমার BTech, MCA, MBA ছাত্রছাত্রীরা এখন TCS, IBM, CTS, WIPRO, INFOSYS, PWC, ACCENTURE, ITC INFOTECH, HUL সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে সুপ্রতিষ্ঠিত। অনেকে আবার BP, IOC, DVC, PDCL ইত্যাদি বিভিন্ন রাজ্য / কেন্দ্রীয় স্তরের PSU তে চাকুরীরত। অনেক ছাত্রছাত্রী RELIANCE, TATA, AIRTEL, VODAFONE, HPCL সহ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকুরীরত। অনেক ছাত্রছাত্রী বিভিন্ন সরকারী BANK এ PO & CLERICAL পদে চাকুরীরত। ICICI, HDFC, AXIS ইত্যাদি আর্থিক প্রতিষ্ঠানেও অনেকে কাজ করছে। ................

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

............অনেক LLB ডিগ্রীধারী বিভিন্ন আদালতে ওকালতি করছে। CA, CS, ICWA ছাত্ররা তাদের পেশাগত কাজে যুক্ত আছে। উচ্চশিক্ষা শেষ করে অনেকে বিভিন্ন স্কুল / কলেজ / বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। আমার WBCS /WBAAS ইত্যাদি ছাত্রছাত্রীরা আজ পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে সরকারি গ্রুপ এ অফিসার পদে কাজ করছে। ভারতীয় রেল সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারী দপ্তরেও অনেকে চাকুরীরত। আজ বাইশ বছর ছাত্রছাত্রীদের পড়িয়ে যখন দেখি যে আমার বহু ছাত্রছাত্রী নিজেদের জীবনে উপরিউক্ত বিভিন্ন কাজে প্রতিষ্ঠিত, তখন সত্যিই খুব আনন্দ হয়। এদের জীবনে এদের চলার পথে পাশে থাকার সুযোগ পাওয়ার জন্য, আমি নিজেকে ধন্য বলে মনে করি।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার শহরে জন্মেছি। আমার বাবা ছিলেন একজন সরকারী হসপিটালের ডাক্তার। আমি আলিপুরদুয়ারে 1979 সাল পর্যন্ত ছিলাম। এর পরে আমার বাবা ট্রান্সফার হয়েছিলেন এবং মুর্শিদাবাদ জেলার বহরমপুরে চলে আসেন। বহরমপুরে আসার পরে, আমি কৃষ্ণনাথ কলেজ স্কুলে ভর্তি হয়েছিলাম এবং সেখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলাম। আমার বাবা আবার নদীয়া জেলার কৃষ্ণনগরে স্থানান্তরিত হয়েছিলেন। আমি কৃষ্ণনগরে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ভর্তি হয়েছিলাম এবং সেখানে আমি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলাম। আবার আমার বাবা স্থানান্তরিত হয়েছিলেন ডায়মন্ড হারবার হাসপাতালে ।.......................

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

.............আমি ভর্তি হয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠে , যেখানে আমি দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছিলাম। ১৯৯0 সালে আমি ওই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গের মেধাতালিকায় প্রথম ১০০ জনের মধ্যে স্থান লাভ করেছিলাম এবং NATIONAL SCHOLARSHIP পেয়েছিলাম। এরপর আমি ডায়মন্ডহারবার হাইস্কুলে ভর্তি হয়েছিলাম এবং স্কুলে প্রথম স্থান লাভ করে আমার উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেছিলাম। আমি এরপর কেমিস্ট্রি অনার্স নিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছিলাম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ থেকে আমার কেমিস্ট্রি অনার্স সমাপ্তির পরে, আমি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অধীনে এমবিএতে ভর্তি হয়েছিলাম। .....................

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

আমার 2 বছরের পূর্ণ সময় এমবিএ কোর্সটি সম্পূর্ণ করার পরে, আমি আর.পি.জি. গ্রূপ কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে আমার চাকরি পেয়েছিলাম। তবে আমার বাবার বিভিন্ন শারীরিক সমস্যা শুরু হওয়ায়, আমার মায়ের অনুরোধ অনুযায়ী, তাদের দেখাশোনা করার জন্য, নিজের চাকুরী জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে আমি আমার বর্তমান পেশাতে এসেছিলাম। শিক্ষার প্রতি আমার ভালবাসার কারণে, আমার একজন উচ্চমাধ্যমিক স্তরের গৃহশিক্ষকের দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমি 2001 সালে প্রাইভেট টিউশনের একটি নতুন পথে চলা শুরু করি।

মোবাইল 9830644190

হিন্দুস্থান মোড়, গড়িয়া, কোলকাতা

আমার সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলতে নিচের দেওয়া মোবাইল নম্বরে ফোন করো বা ম্যাসেজ করো....

9830644190